শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

আরো খবর

ফারুক রহমান, সাতক্ষীরা:সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সাত্তার (৫৮) মারা গেছেন। তিনি ২০২১ সাল থেকে কারাগারে অন্তরীন ছিলেন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যুর ঘটনা ঘটে।
আব্দুস সাত্তার কলারোয়া উপজেলার কয়লা গ্রামের মৃত লতিফের ছেলে। তিনি কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
সাতক্ষীরা জেলা কারাগারের সুপার আবুল বাশার জানান, তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় ২৭ জানুয়ারি ২০২১ সালে  সাড়ে ৩ বছরের সাজায় দন্ডিত হন। এরপর থেকে জেলা কারাগারে অন্তরীণ ছিলেন আব্দুস সাত্তার। ২৮ জানুয়ারি সন্ধ্যায় তিনি অসুস্থ্যবোধ করলে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তার মৃত্যুর খবর পেয়েছেন বলে জানান তিনি।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা: মো: সাইফুল ইসলাম জানান, হাসপাতালে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কারাগার থেকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হতে পারে বলে মনে করেন তিনি।

আরো পড়ুন

সর্বশেষ