সাতক্ষীরা প্রতিনিধিঃ রাস্তার পাশে রাখা ট্রলির সাথে ধাক্কা খেয়ে মটর সাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী রশিদা বেগম (৪৮) নামে এক নারীর প্রানহানী ঘটেছে ।
রবিবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা কলারোয়া গোবিনাথপুর মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত রশিদা বেগম সাতক্ষীরা সদরের তালতলা গ্রামের মো. হবিবর রহমানের স্ত্রী।নিহতে স্বামী হবিবুর রহমান জানান, গত তিনদিন আগে তার স্ত্রীকে নিয়ে যশোর বাগাচাড়ায় মেয়ের বাড়িতে বেড়াত যান। আজ সকালে মটর সাইকেলযোগে স্ত্রীকে নিয়ে নিজ বাড়ি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন তিনি । পথি মধ্যে গোবিনাথপুর এলাকায় আসলে নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রলির পিছনে ধাক্কা খেয়ে মটর সাইকেল থেকে পড়ে যান তিনি ও তার স্ত্রী । ওই সময় যশোরগামী একটি বাস তার স্ত্রীকে চাপা দিলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনা স্থলে তার স্ত্রীর।
সাতক্ষীরা কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কলারোয়া থানায় নিয়ে আসে।লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

