সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে দুই ভাইয়ের। শুক্রবার বেলা ১১টায় শহরের অদূরে দহকূলা এলাকায় সাতক্ষীরা -আশাশুনি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো সদর উপজেলার দহকূলা গ্রামের শেখ আরেফিন হোসেনের ছেলে শেখ মোয়াজ হোসেন(২২) ও খুলনার বয়রা থানার নাফিস হোসেনের ছেলে মাহিম হোসেন(২২)। তারা সম্পর্কে আপন মামাতো ও ফুফাতো ভাই বলে জানিয়েছে তার স্বজন শেখ রিপন হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই ভাই মোটর সাইকেলে সাতক্ষীরা থেকে আশাশুনি অভিমুখে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে তাদের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদেী মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

