শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে ৪ বোতল এলএসডিসহ আটক- ১

আরো খবর

  সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ৩৩ বিজিবি ব্যাটালিয়ানের সদস্যরা ২৫ এপ্রিল (মঙ্গলবার) রাত ১১.৪০ টার দিকে কলারোয়া উপজেলার কাকডাংগা সীমান্তের কেড়াগাছি এলাকা থেকে ৪ বোতল এলএসডি সহ (লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড) এক ব্যক্তিকে আটক করেছে।
আটককৃতের নাম মোঃ ইছাহাক, ৪২, সে কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১.৪০ টার দিকে কলারোয়া উপজেলার কাকডাংগা বিওপি‘র টহল কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারি এর নেতৃত্বে এক আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ২ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার কেড়াগাছি গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে ভারত হতে বাংলাদেশে পাচারকালে ৪ বোতল ভারতীয় এলএসডি সহ (লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড এক ব্যক্তিকে আটক করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিএসসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় তরল এলএসডি একটি দামী মাদক যা সম্প্রতি বাংলাদেশে চালু হয়েছে। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে এর ব্যাপক চাহিদা রয়েছে। আটককৃতের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ