শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় বিজিবি অভিযানে ৬৮ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় বাঁকাল চেকপোষ্ট এলাকা  থেকে  ৭ টি স্বর্ণেরবার উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোর রাতে ভারতে স্বর্ণ পাচারের সোনার বারগুলো উদ্ধার করা হয়। আজ দুপুরে বিজিবির পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।   সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন খবর পেয়ে বাঁকাল চেকপোষ্টের বিজিবির  একটি টিম  অভিযান চালায়। এসময়  আলীপুর ইট ভাটা সংলগ্নএলাকা থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া মোটর সাইকেল তল্লাশী করে ০৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়  ।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম ৪২০ মিলি গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায়  ৬৮,০০,৭৭৮/- (আটষট্টি লক্ষ সাতশত আটাত্তর) টাকা।

আরো পড়ুন

সর্বশেষ