শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় ভূমি অফিস স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন, জেলা প্রশাসকের অপসারন দাবি

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা তালা উপজেলার ঐতিহ্য বাণিজ্যিক কেন্দ্রের পাটকেলঘাটায় ভূমি অফিসটি স্থানান্তরের প্রতিবাদে ও  রক্ষার দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা খুলনা মহাসড়কে পাটকেলঘাটা কলেজ থেকে কুমিরা মহিলা কলেজ পর্যন্ত দুই কিলোমিটার এলাকা জুড়ে অর্ধ লক্ষাধিক নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঘন্টা দুই ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানব বন্ধনে সভাপতিত্ব করেন, পাটকেলঘাটা ভূমি অফিস রক্ষার কমিটির আহবায়ক তালা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মো: গোলাম মোস্তফা।
এসময় বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, হাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা কৃষক দলের সহ সভাপতি আলী হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মহব্বত আলী, জাসদ নেতা মীর মিলন হোসেন, কুমিরা মহিলা কলেজের অধ্যাপক মোস্তাফিজুর রহমান, জাতীয়তাবাদী মহিলা দল তালা উপজেলা সভানেত্রী আফরোজা প্রমুখ।
সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্রে অবস্থিত পাটকেলঘাটা ভূমি অফিসটি তালায় স্থান্তরিত করার জন্য আ’লীগ সরকারের প্রেতাত্বা,  একটি কুচক্রিমহল ও জেলা প্রশাসকের নেতৃত্বে পায়তারা চালাচ্ছে। তালা উপজেলার পাটকেলঘাটা থানায় ৪ লক্ষ মানুষের বসবাস।
ঐতিহ্যবাহী এই পাটকেলঘাটা বাজারে পল্লী বিদ্যুৎ সমিতি, সরকারি খাদ্যগুদাম, ২টি ডিগ্রি কলেজসহ অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বাজারের উপরে ৬ হাজারের অধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে।
পাটকেলঘাটা ভূমি অফিসটি যদি তালা উপজেলা কমপেক্সের মধ্যে স্থানান্তরিত হয় তাহলে এখানকার ৪ লক্ষ মানুষ দূর্ভোগে পড়বে। তাই অবিলম্বে জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ যদি তার মতের পরিবর্তন না করে তাহলে তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে পাটকেলঘাটাবাসী।
অবিলম্বে ভূমি অফিসটি স্থান্তরিতের কার্যক্রম বন্ধ করা না হলে আগামীতে জেলা প্রশাসকের কার্যালয় ও বাংলো ঘেরাও করে তাকে অবরদ্ধ করে রাখার হুশিয়ারী দেন বক্তারা।
পাটকেলঘাটা ভূমি অফিস রক্ষার কমিটির আহবায়ক শেখ মো: গোলাম মোস্তফা বলেন, আমরা অবিলম্বে সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রত্যাহার এবং অপসারণ চায়। শহিদদের রক্তের বিনিময়ে হওয়া নতুন বাংলাদেশে জনসাধারণের সার্থের বিরুদ্ধে যেয়ে কোন কার্যকলাপ হতে দেয়া যাবে না।
জেলা প্রশাসক এখানে চাকরি করতে এসেছেন। সম্মানে চাকরি করতে চাইলে জনসাধারণের সাথেই থাকা উচিত। তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড এই দুইজন ব্যক্তির সুবিধার্থে ৪ লক্ষ মানুষের দূর্ভোগ কেন হবে। আমরা প্রয়োজনে সকলে মিলে ভূমি অফিস নির্মাণের জন্য ভালমানের জায়গা ক্রয় করে দিবো। তবুও আমাদের প্রাণে একবিন্দু রক্ত থাকতে আমরা তালাতে কোনভাবে ভূমি অফিসটি নিয়ে যেতে দেব না।
তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো: রাসেল জানান, তালা উপজেলায় বিভিন্ন সময় উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল্যান্ড পদে পাদায়ন থাকেনা সেসময় উপস্থিত কর্মকর্তাকেই দুটি পদেই দায়িত্ব পালন করতে হয়। কিন্তু দুটি অফিস উপজেলা দুইপ্রান্তে হওয়ায় আমাদের কার্যক্রম ব্যহত হয়।
এজন্য সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সংলগ্ন এলাকায় উপজেলা ভূমি অফিসকে স্থানান্তর করতে জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে অনুমতির সাপেক্ষে কার্যক্রম চলমান রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে পাটকেলঘাটাবাসী মানববন্ধন করছে বলে শুনেছি।

আরো পড়ুন

সর্বশেষ