সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা এক মাদকসেবীকে ধরতে গিয়ে তার ছুরিকাঘাতে আহত হয়েছেন নারায়ন চন্দ্র মন্ডল নামে এক পুলিশ কর্মকর্তা। আহত পুলিশ কর্মকর্তা চিকিৎসাধীন শেষে কর্মস্থলে রয়েছেন বলে জানা গেছে। আহত ওই পুলিশ কর্মকর্তা সাতক্ষীরা সদর থানাধীন কাটিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক হিসাবে কর্মরত। বুধবার (৭ জুন) রাত ৮টার দিকে সদরের মিলবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় হামলাকারী মাদকাসক্ত ইয়াছিন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইয়াছিন আলী (২৬) সাতক্ষীরা সদরের মাগুরা গ্রামের মৃত জিয়াদ গাজীর ছেলে।
আহত নারায়ন মন্ডল জানান, বুধবার রাত ৮টার দিকে গোপন খবর পেয়ে শহরের বিজিবি ক্যাম্পের পাশে মাগুরার কুখ্যাত মাদকসেবী ইয়াছিনকে ধরতে যান তিনি ও তার সহযোগী এক পুলিশ সদস্য।
ওই সময় ইয়াছিন দৌড়ে পালাতে গেলে তাকে ধরে ফেলেন তিনি । অবস্তা বেগতিক বুঝে ইয়াছিন তার কাছে থাকা ছুরি দিয়ে তার উপর আঘাত করে। এতে তার পিঠের নিচে সহ পেটে কিছু অংশে জখম প্রাপ্ত হন।পরে ইয়াছিনকে গ্রেপ্তার করা হয় ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন তিনি। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নজরুল ইসলাম জানান, ছেলের অত্যাচারে বাড়িতে ঢুকতে না পেরে ইয়াছিনের বিরুদ্ধে সম্প্রতি থানায় অভিযোগ করেন তার মা রোকেয়া খাতুন। সেই কারণে সহকারী উপ-পরিদর্শক নারায়ণ মন্ডল বুধবার রাতে মিলবাজার এলাকায় ইয়াছিনকে ধরতে গেলে তার সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয়। এতে নারায়ণ মন্ডলের শরীরের কয়েকটি স্থানে জখম হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়েছে।

