শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় মিল মালিককে ২০ হাজার টাকা জরিমানা 

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার পাটকেলঘাটায় একটি মিলে হলুদ ও শুকনো ঝালে রং এবং আতপচাল মিশিয়ে মাড়াই করার সময় মিলমালিক  সিরাজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  রবিবার(৩০এপ্রিল) দুপুরে  সময় পাটকেলঘাটা কাউন্সিল রোডে হলুদ ও শুকনা ঝালে  রং আতপচাল  মিশিয়ে  মাড়াই করা হচ্ছে   গোপন সংবাদ পেয়ে  ভোক্তা অধিকার সাতক্ষীরার কর্মকর্তা নাজমুল হোসেন অভিযান পরচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪৩ ধারার বিধানমতে   তালা উপজেলা সহকারী কমিশনার ( ভুমি)  মোঃ আরাফাত হোসেনের উপস্থিতে  ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। এ সময়  নির্বাহী ম্যাজিষ্ট্রেডের উপস্থিতে খাদ্যদ্রব্যের সাথে অপদ্রব্য সকল রং গুলি ধ্বংস  করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ