সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় মিজানুর রহমান(৪০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব -৬সদস্যরা। বুধাবার বিকালে তাকে নড়াইল জেলার সদর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে র্যার -৬কোম্পানি কমান্ডার মেজর গালিব হাসান প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গ্রেপ্তার মিজান সদর উপজেলার পাথরঘাটা এলাকার ইনছান আলী সরদারের ছেলে।
প্রেসবিজ্ঞপ্তিতে মেজর গালিব জানান,২০১৩সালে খুলনা শহরের খালিশপুর থানায় বিপুল পরিমানে ফেনসিডিল সহ আটক হন মিজানুর ওরফে খোড়া মিজান। এরপর সে জামিনকে মুক্ত হয়ে পলাতক ছিল। ২০২০ সালের ৩ সেপ্টেস্বর ওই মাদক মামলায় খুলনা জর্জ আদালত তাকে দোশী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড সহ ৫হাজার টাকা জরিমানা করে। এরপর থেকে পলাতক হয়ে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো। সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায় মিজান নাম পরিচয় গোপন করে নড়াইল জেলা সদরে বসবাস করছে। গত বুধবার র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনি আরো জানান গ্রেপ্তারকৃত মিজানকে দুপুরে জেল হাজাতে পাঠানো হয়েছে।
