শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সিদ্দিক আলীকে(৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব।  মঙ্গলবার (২৫ জুলাই) সকালে তাকে  আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গায় একটি মাছের ঘের থেক  গ্রেপ্তার করা হয়। র‌্যাব সুত্রে জানা গেছে, মাদক মামলায়  সাজাপ্রাপ্ত আসামী  সিদ্দিক আলী দীর্ঘদিন যাবত ঢাকা, খুলনা, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। ২০১০ সালে আসামি মোঃ সিদ্দিক আলী বিপুল পরিমান ফেন্সিডিলসহ খুলনা জেলার বটিয়াঘাটা থানা পুলিশ হাতে গ্রেপ্তার হয়
।পরে  জামিনে এসে আসামী তার মাদক ব্যবসা পুনরায় চালু করে এবং ২০১২ সালে ১১০৫ বোতল ফেন্সিডিলসহ দারুসসালাম থানা পুলিশ কর্তৃক আবারও গ্রেপ্তার হয়। সর্বশেষ ২০১৩ সালে নারায়নগঞ্জ হতে একটি চোরাই  প্রাইভেটকারসহ উক্ত আসামিকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।
সাতক্ষীরা র্যাব -৬কোম্পানি কামান্ডার মেজর গালিব হাসান বলেন, ২০১৩ সালের দারুস্সালাম থানার ১১০৫ বোতল ফেন্সিডিল মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী মোঃ সিদ্দিক আলী কে যাবজ্জীবন সাজা প্রদান করেন। এরপর আসামি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রায় ১০ বছর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াত । পরবর্তীতে র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার  অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন মঙ্গলবার দুপুরে  গ্রেপ্তারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ