শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় যৌথ অভিযানে  ভারতীয় ট্রাকসহ ফেনসিডিল জব্দ

আরো খবর

ফারুক রহমান, সাতক্ষীরা:জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ভারতীয় ট্রাকসহ ফেনসিডিল জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে ভোমরা স্থলবন্দর ইয়ার্ড থেকে আমদানিকৃত ভারতীয় গমের ভুষির ট্রাক থেকে ১৫৬ বোতল ফেন্সিডিলসহ ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত ফেন্সিডিল ও ট্রাকের আনুমানিক বাজার মূল্য ৫৩ লাখ ১২ হাজার টাকা।

ভোমরা স্থলবন্দর সূত্রে জানা যায়, ভারত থেকে আমদানীকৃত গমের ভুষির ট্রাকে করে বিপুল পরিমাণ ফেনসিডিল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র ভোমরা স্থলবন্দরের দায়িত্ব প্রাপ্ত অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে ভোমরা কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় স্থলবন্দর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভোমরা স্থলবন্দরের ইয়ার্ড থেকে ভারতীয় আমদানিকৃত গমের ভূষির ট্রাকের (ডব্লিউ বি ২৫ এফ-১৮৬৭)  তেলের ট্যাংকি থেকে ১৫৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ট্রাকটি জব্দ করা হয়।

এ সময় ভারতীয় ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। কেউ আটক হয়নি। জব্দকৃত ফেনসিডিল ও ট্রাকের আনুমানিক বাজার মূল্য ৫৩ লাখ ১২ হাজার টাকা।

ভোমরা স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল রাষ্টীয় অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ