শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় র‍্যাবের ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার -৯

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায়  র‍্যাব সদস্যদের মারপিটের  ঘটনায় ধানদিয়া ইউপি চেয়ারম্যান সহ ৯জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এই ঘটনায়  র‍্যাবের পক্ষ থেকে  ৩৭জনকে আসামী করে পাটকেলঘাটা থানায় একটি মামলা দ্বায়ের করা হয়েছে। রবিবার(৯এপ্রিল)  সকালে র‍্যাব ৬ প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, ধানদিয়া ইউপি  চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (৪৬) পাঁচপাড়া এলাকার  সোহাগ সরদার(২৮) কবিরুল ইসলাম  (৩৯)আমিনুল ইসলাম (৩৭) আফজাল খাঁ (৫৮).সোহান সরদার (১৯) শহিদুল ইসলাম বাবলু (৫৫) রফিকুল ইসলাম (৩৮)আজগার আলী (১৮)। জানা যায়,  শনিবার   দুপুরে  র‍্যাব
সদস্যরা সাতক্ষীরারর তালা উপজেলার  পাঁচপাড়া এলাকায় আসামি ধরতে গেলে চেয়ারম্যান বাড়ির লোকজন ভুয়া র‍্যাব ভেবে  মারধর করে তাদের  আটক করে রাখে।পরবর্তীতে র‍্যাবের  অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত সদস্যদের উদ্ধার করে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ কয়েকজনকে গ্রেপ্তার করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)কাঞ্চন কুমার রায় বলেন,এঘটনায় সাতক্ষীরা  র‍্যাব-৬ এর ডি এ ডি বাবুল মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৬।  গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ  কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ