শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় লুট হওয়া ব্যাংকের এটিএম বুথ উদ্ধার

আরো খবর

ফারুক রহমান, সাতক্ষীরা:
গত ৫ আগস্ট স্বরাচার শখ হাসিনা সরকারর পদত্যাগর খবর সারাদেশের ন্যায় সাতক্ষীরায়ও সহিংসতা ও লুটপাট চালায় দুস্কৃতকারীরা। এসময় সাতক্ষীরার সদর থানা চত্বর থক লুট কর নিয়ে যায় পুলিশ কমিউনিটি ব্যাংকর এটিএম বুথ। বৈষম্যবিরাধী ছাত্র সংগঠনর সহায়তায় মঙ্গলবার দুপুর সদর উপজলার বিনেরপোতা থেকে বুথটি উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ আগস্ট সদর থানা থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদশর এটিএম বুথসহ এতে থাকা বেশ কিছু টাকা লুট হয়। বৈষম্যবিরোধী বিরাধী ছাত্র সংগঠনর সহায়তায় এটিএম বুথটি আজ মঙ্গলবার উদ্ধার করা হয়। তবে ব্যাংকর এটিএম বুথ থাকা টাকা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
তবে লণ্ঠিত অর্থ ও লুটপাট কারিদর শনাক্তের কাজ চলছে এমটাইআরা জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পিআরও ইয়াছিন নুর বিষয়টি নিশ্চিত কর জানান, ওই সময় ইন্টারনেট সার্ভিস ভালো না থাকায় এত টাকা বেশি থাকার কথা না।  তদন্ত সাপেক্ষে কি পরিমাণ টাকা ছিল তা বলা যাবে বলে তিনি জানান।

আরো পড়ুন

সর্বশেষ