শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী নিহত

আরো খবর

ফারুক রহমান, সাতক্ষীরা:
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকার আব্দুর রহমান কলেজের সামনে ট্রাকের সাথে  মোটরসাইকেলের ধাক্কায় তিন মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে এই দূর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার জানান, বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে পাটকেলঘাটাগামী একটি মোটর সাইকেল সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিসিক শিল্পনগরীর আব্দুর রহমান কলেজের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 
নিহতরা হলেন, মোটরসাইকেল চালক যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), মোটরসাইকেল আরোহী সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
নিহত মোটরসাইকেল চালক ঝিকরগাছার কীর্তিপুর গ্রামের আরিজুল গাজী দীর্ঘদিন তার শশুরবাড়ি সাতক্ষীরার মাধবকাটি থেকে ভাড়ায় মোটর সাইকেল চালিয়ে জিবিকা নির্বাহ করে আসছিল।

আরো পড়ুন

সর্বশেষ