শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় সড়ক দূর্ঘটনায় তৌসিফ বিশ্বাস (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার ১৩ জুন রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের সামনে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

নিহত যুবক সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর গ্রামের দুঃখী  বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা   জানায়, তৌসিফ বিশ্বাস  আরও তার পাঁচ বন্ধু মিলে  তিনটি মোটরসাইকেল যোগে  কালিগঞ্জ থেকে সাতক্ষীরার দিকে  যাচ্ছিলেন। ওই সময়  তাদের মোটরসাইকেলের সামনেই একটি পিকআপ শ্যামনগর থেকে গৃহস্থলির মালামাল নিয়ে খুলনায় যাচ্ছিল। পথিমথ্যে  সখিপুর মহিলা কলেজের সামনে পৌঁছানোর পর তৌসিফ বিশ্বাস ও তাদের বন্ধুদের মোটরসাইকেল গুলো ওই পিকআপটিকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনভ্যানকে সাইড দিতে গিয়ে তৌসিফ বিশ্বাসকে বহনকারী মোটরসাইকেলটি পিকআপের নিচে পড়ে যায়। এসময় পিকআপের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তৌসিফ বিশ্বাসের মৃত্যু হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা  (ওসি) মো. বাবুল আক্তার দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,, নিহতের  মরদেহ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা রয়েছে। ঘাতক পিকআপটি পুলিশ  হেফাজতে নেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ