শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায়  দ্রুতগামী বাসের ধাক্কায় অবসর প্রাপ্ত স্কুল শিক্ষকের প্রানহানি ঘটেছে । বুধবার দুপুর ৩টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মর্মান্তিক  দুর্ঘটনাটি ঘটে।নিহত  স্কুল শিক্ষক আকরাম আলী (৬৫) সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কামালনগর গ্রামের মৃত আফিল উদ্দীনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায় , দুপুর ৩টার দিকে একটি মোটরসাইকেল যোগে সাতক্ষীরা মেডিকেল কলেজের দিক থেকে  ইটাগাছার দিকে আসছিলেন ওই স্কুল শিক্ষক। পথিমথ্যে  সিএন্ডবি মোড়ে পৌছালে বিপরীতগামী একটি বাস তাকে ধাক্কা দিলে তার মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই  মারা যান তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা  (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ঘাতক  বাসটিকে আটক করতে পারলেও চালককে পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে  পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ