শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মৃত্যু হয়েছে। রোববার বেলা ১২টার দিকে সাতক্ষীরা শহরের আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সোবহান(৬৭) পৌর এলাকার মধ্যকাটিয়া গ্রামের মৃত শামজেদ আলী সরদারের পুত্র। তিনি সাতক্ষীরা জেলা খামারবাড়িতে উচ্চমানসহকারী থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন।
নিহতের স্বজনরা জানান, আজ সকাল ১১টার দিকে বাজার করার জন্য বাড়ি থেকে বের হয় আব্দুস সোহবান। বাজার করে বাড়ি ফেরার পথে আমতলা মোড়ে পৌছালে বিপরীত থেকে আসা একটি দ্রুতগামী মোটর সাইকেল সরাসরি আব্দুস সোবহানের মোটর সাইকেলের সংঘর্ষ হলে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ