শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় ১১টি  অস্ত্রসহ চোরাচালানী গ্রেপ্তার

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার দেবহাটায় ১১টি ভারতীয় এয়ারগানসহ এক চোরাচালানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে দেবহাটার সখীপুর মোড়ে বাস কাউন্টারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চোরাচালানীর নাম মোঃ ইমাদুল ইসলাম (৩০)। সে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের নূর ইসলামের ছেলে।
আজ বুধবার(২৪ মে) দুপুর আড়াইটায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানান দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাবুল আক্তার।
ওসি জানান, ভারত থেকে পাচার হয়ে বেশ কিছু এয়ারগান বাংলাদেশে এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এসময় ১১টি এয়ারগান সহ চোরাচালানী ইমাদুল ইসলামকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ