শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় ১৩ জনের ডেঙ্গু সনাক্ত

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ সীমান্ত জেলা সাতক্ষীরায় বেড়েছে ডেঙ্গুজ্বরেরর সংক্রমণ হার। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে  ১৩ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ডেঙ্গু  সনাক্তের সংখ্যা দাড়ালো ১৪৯ জন। সোমবার সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছে।
এসময় তিনি সাংবাদিক  জানান, জেলায় নতুন করে আরো ১৩ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। এরমধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে ২ জন, সামেক হাসপাতালে ৬ জন, কালিগঞ্জে ২ জন, কলারোয়ায় ১ জন এবং শ্যামনগরে ২ জন চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত ৯৯ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন। এরমধ্যে  মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন, সদর হাসপাতালে ৭জন, কালিগঞ্জে  ৪ জন, কলারোয়ায় ১ জন, শ্যামনগরে ৩ জন এবং তালায় ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ