শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় ৬কোটি টাকা মূল্যের স্বর্ণের বার সহ দুই চোরাকারবারী আটক 

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি: ভারতে পাচারকালে  সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে ৬কোটি ৩০ লক্ষ ৮৬ হাজার ৪৭৮ টাকা মূল্যর ৩১টি স্বর্ণের বার এবং  দুইটি মোটরসাইকেলসহ  তুহিন আলী(২০) ও সজিব হোসেন(২২) নামে দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭ টায় সদর উপজেলার বৈকারি সীমান্তের সরদার পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত তুহিন আলী একই এলাকার বাবর আলীর ছেলে ও সজিব হোসেন জাহাঙ্গীর হোসেনের ছেলে। বুধবার দুপুরে বিজিবির পক্ষ থেকে প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাতক্ষীরা বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, স্বর্ণের একটি বড় চালান সীমান্ত দিয়ে পাচার হচ্ছে এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা বৈকারী এলাকা অভিযান চালায়। এসময় ৩১পিচ স্বর্নেরবার সহ তুহিন ও সজিবকে আটক করা হয়। এসময় জব্দ করা হয়েছে তাদের পাচারকাজে ব্যাবহারিত দুটি মোটরসাইকেল।
আটককৃত স্বর্ণের ওজন ৭ কেজি ৩৫৮ গ্রাম ৭০০ মিলি গ্রাম। যার আনুমানিক মূল্য৬কোটি৩০লক্ষ ৮৭হাজার টাকার মত। তিনি আরো জানান,এ ঘটনায়  চোরাকারবারীদের সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে একটি মামলা  করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ