সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় ছয়কোটি টাকার এলএসডি ও ১শ পিচ ইয়াবাসহ মাসুদ আলম (৩৮)নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে তাকে সদর উপজেলার মাহমুদপুর এলাকা থেকে আটক করা হয়।আটক হওয়া মাসুদ আলম একই এলাকার সাইফুর রহমান ওরফে ছাবুর আলীর ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিদুল ইসলাম জানান, ভারত থেকে চোরাপথে আনা বিপুল পরিমাণ মাদকদ্রব্য মাহমুদপুর এলাকাদিয়ে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করাহয়। এসময় মাসুদ আলমকে আটকের পর দেহ তল্লাশি কর ৬ বোতল (এলএসডি) নামক মাদক ও একশ’ পিচ ইয়াবা ট্যাবলেটউদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের অনুমান মূল্য ৬ কোটি টাকা। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দ্বায়ের করে আসামীকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

