ফারুক রহমান, সাতক্ষীরা:
সাতক্ষীরায় ভেজা কাপড় শুকাতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ঘের কর্মচারী নিহত হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) বিকাল ৩টায় দিকে জেলার আশাশুনি উপজেলার মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মোফাজ্জল হোসেনের ঘেরের বাসায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একই উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামের গফুর আলী সরদারের ছেলে ও ঘেরের হিসাবরক্ষক শামীম হোসেন (৩৫ ) ও আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের অজিয়ার গাজীর ছেলে ও ঘেরের কর্মচারি আলম গাজী (২৫)।
ঘের মালিক সাতক্ষীরার মোফাজ্জেল হোসেন জানান, দুপুরের গোসল সেরে কাপড় শুকাতে গিয়ে পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক আউট লাইনের তারে হাত লাগলে শামীম হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন । তাকে ছাড়াতে অপর কর্মচারী আলম গাজী শামীম হোসেনের গায়ে হাত দেওয়ার সাথে সাথে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছক্ষণের মধ্যে ঘটনাস্থলেই মারা যান দুইজন । পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে মৃতদেহ দুটি উদ্ধার করে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল

