রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়ায় নিজের খোয়াভাঙ্গা ইঞ্জিনচালিত গাড়ীর চাপায় সাবুর আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কলারোয়া উপজেলার খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবুর আলী (৩৫) যশোর জেলার শার্শা উপজেলার দাউদখালী গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবুর আলী খোয়া ভাঙ্গার জন্য নিজের ইঞ্জিন চালিত গাড়ীটি চালিয়ে কলারোয়ার উপজেলার দিকে আসছিলেন। পথিমধ্যে খাদ্যগুদাম এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে সাবুর আলী গাড়ীটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় আহত হয়েছেন আরো তিন জন। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ