ফারুক রহমান, সাতক্ষীরা:
সাতক্ষীরার তালা উপজেলার মাছচাষিদের এবার অনাবৃষ্টি, খরা ও তাপামাত্রা বৃদ্ধির কারণে মিঠা পানির মাছ চাষ ব্যাহত হচ্ছে। এর ফলে উপজেলার তিন হাজার ৯৭৭ হেক্টর জমিতে মাছের চাষ না হওয়ায় সম্ভাবনা দেখা দিয়েছে।
উপজেলা মৎস্য অফিসের তথ্যমতে, তালা উপজেলায় মাছ উৎপাদনে বিশেষ অবদান রেখে আসছে প্রতিবছর। উপজেলায় মোট ৭৭৪৫টি মাছের ঘের আছে। এর মধ্যে মিঠা পানির গলদার ঘের ছয় হাজার ৪৫০টি আর লোনা পানির ঘের রয়েছে এক হাজার ২ ৯৫টি। উপজেলায় ৭০১৫ হেক্টর জমিতে মাছ চাষ হয়। মিঠা পানির ৩৯৭৭ হেক্টর ও লোনা পানির ৩০৩৮ হেক্টর জমিতে মাছ চাষ হয়।
উপজেলার ঘেরে মিষ্টি পানিতে সাধারণত কাপ জাতীয় মাছের চাষ হয়। রুই, মৃগেল, কাতলা, গলদা চিংড়ি, সিলভার কার্প, গ্লাসকাপসহ নানা প্রজাতির মাছ। এবার অনাবৃষ্টি ও খরার কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন অধিকাংশ মাছ চাষিরা।
মিষ্টি পানির মাছ চাষি কয়েকজন ঘের মালিক জানান, প্রতিবছর মিঠা পানিতে মাছ উৎপাদন করে অর্জিত অর্থ দিয়ে দিনাতিপাত করি। এবার বছরজুড়ে যথেষ্ট বৃষ্টিপাত না হওয়ায় খাল-বিল-পুকুরের পানি কমতে শুরু করেছে সেখানে আর মাছ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। বছর শেষে জমির মালিকদের হারি।লিজের টাকা পরিশোধ করতে হবে ঋণ করে।
তালা উপজেলা সিনিয়র মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা স্নীগ্ধা খাঁ বাবলি বলেন, তালা উপজেলায় প্রতিবছর তিন হাজার ৯৭৭ হেক্টর মাছের ঘেরে মিঠা পানির মাছ উৎপাদন করা হয়। এবার পানির অভাবে সেই উৎপাদনে ব্যঘাত ঘটছে। লক্ষ্যমাত্রও অর্জন না হওয়ায় সম্ভাবনা রয়েছে। মাছ চাষিদের পরামর্শের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ ও মাছের খাদ্যসহ নানা উপকরণ প্রদান করা হয়েছে।

