ফারুক রহমান, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দুর্নীতিবাজ সিন্ডিকেটের অন্যতম সদস্য সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামালকে বদলি আদেশ দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
গত ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক(প্রশাসন-১) মোঃ আব্দুল আলীম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
৩৮.০১.০০০০.১০১.১৯.০১৪.২৩-১২ নম্বর স্মারকে জনস্বার্থে সাতক্ষীরা থেকে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বরগুনা জেলায় বদলি করা হয়েছে।
ওই অফিস আদেশ থেকে জানাযায়, বর্তমান কর্মস্থলের দ্বায়িত্বভার ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে হস্থান্তর করবেন অন্যথায় ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে তাৎক্ষণিক অবমুক্ত (ঝঃধহফ জবষবধংবফ) বলে গন্য হবেন। তবে বদলী আদেশের পর থেকে বদলি ঠেকাতে তাকে বিভিন্ন দপ্তর ও বিভিন্ন জনপ্রতিনিধির কাছে তদবির করছেন বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন।
আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে রয়েছে নিয়োগ বাণিজ্য, রাসেল সোনার বই বাণিজ্য কেলেঙ্কারী, উপাষ্ঠানিক ব্যুরো থেকে অর্থ সংগ্রহ ভাগাভাগি, শিক্ষক বদলিতে দুর্নীতি, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক জেলা পর্যায়ে বাছাইয়ে দুর্নীতি, অসাধু শিক্ষকদের সাথে সখ্যতা ও দুর্নীতি, উপজেলা শিক্ষা অফিসারদের ব্যবহার করে দুর্নীতি, উপজেলা শিক্ষা অফিসারদের দ্বারা শিক্ষকদের হয়রানী, প্রশিক্ষণ ও ওয়ার্কশপে শিক্ষক মনোনয়নে দুর্নীতি ও স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, অফিসের রেস্টরুম ব্যবহারে দুর্নীতি, স্কুল ভিজিটে অশালীন ভাষা ব্যবহার করে শিক্ষকদের হয়রানীসহ অপমান অপদস্ত করা, তদন্ত কর্মকর্তা নিয়োগে দুর্নীতি, প্রতি বছর নতুন বইয়ের দায়িত্বরত কর্মকর্তা নিয়োগের মাধ্যমে দুর্নীতি, স্কুল ভিজিট করে অর্থ গ্রহণের মাধ্যমে দুর্নীতি, বিভিন্ন শিক্ষককে বিভাগীয় মামলাসহ নানা হয়রানীসহ অসংখ্য দুর্নীতির অভিযোগ।
দুর্নীতিবাজ এ কর্মকর্তা সাতক্ষীরা জেলায় দীর্ঘদিন চাকরি করছেন। তিনি শতশত শিক্ষককে হয়রানি করছেন এবং সাতক্ষীরা জেলায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছন বলে জানিয়েছেন একাধিক শিক্ষক।
দুর্নীতিবাজ এ কর্মকর্তার বদলি আদেশের পর থেকে জেলার প্রাথমিক শিক্ষা অফিসাররাসহ শিক্ষকরা স্বস্তি পেয়েছেন বলে তারা নিশ্চিত করেছেন এবং তারা দুর্নীতিবাজ এ কর্মকর্তার সহযোগীদেরকেও বিচারের দাবি জানিয়েছেন।
সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, বদলির আদেশ হয়েছে। আমি কর্মস্থলে যোগদান করব। একটি চক্র আমার বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

