ফারুক রহমান, সাতক্ষীরা:সাতক্ষীরা পৌর এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি ও বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রচার-প্রচারণা ছাড়াই মাত্র একদিন পণ্য বিতরণের ফলে অনেকেই পাচ্ছেন না, আবার অনেকে হয়রানির শিকার হচ্ছেন। এছাড়াও যোগসাজশ ও কৌশলে অনেক কার্ডধারী গ্রাহকদের কাছে পণ্য বিক্রি না করে পরবর্তী সময়ে সেই পণ্য অন্যভাবে বিক্রির অভিযোগ উঠেছে। দরিদ্র মানুষ ও ভুক্তভোগিদের দাবিÑ টিসিবি’র পণ্য বিতরণের তারিখ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদপত্রে প্রকাশ করলে কার্ডধারীরা জানতে পারবে।
শহরের ১ ও ২নং ওয়ার্ডের কয়েকজন ভুক্তভোগী জানান, টিসিবির পণ্য বিক্রির তারিখ জানতে না পারায় অনেকেই পণ্য কিনতে পারছেন না এবং একদিনেই বিতরণ শেষ করার ফলে পরের দিন গেলে আর পণ্য দিচ্ছেন না। এতে কার্ডধারী এবং বিক্রেতার মধ্যে তর্কবিতর্ক হচ্ছে। ভুক্তভোগী কার্ডধারীরা আরও অভিযোগ করে জানান, আগে সাতক্ষীরা শহরের শহিদ আবদুর রাজ্জাক পার্কে টিসিবির পণ্য বিক্রি করা হতো কিন্তু এখন ডিলারের নিজস্ব দোকানে পণ্য বিক্রির ফলে আমরা বিতরণের তারিখ জানতে পারি না। জানার পর নির্দিষ্ট দোকানে গেলে পণ্য বিক্রি শেষ হয়ে গেছে বলে জানায়। তখন আমাদের পণ্য না পেয়ে ফিরে আসতে হয়।
শহরের সুলতানপুর বড়বাজারের একজন ডিলার বলেন, সদর উপজেরা নির্বাহী অফিসার (ইউএনও) অফিস থেকে একদিনের জন্য পণ্য বিক্রির কথা বলা হয়েছে। আমরা ট্যাগ অফিসারের তত্ত্বাবধানেই পণ্য বিক্রি করি। কার্ডধারীরা পণ্য না নিলে অবশিষ্ট পণ্য ট্যাগ অফিসারের অনুমতিতেই সাধারণ গরিব-অসহায় মানুষের মধ্যে নির্ধারিত মূল্যে বিক্রি করি। অনিয়ম করে বিক্রির কোনো সুযোগ নেই।’

