ফারুক রহমান, সাতক্ষীরা:
সাতক্ষীরার শ্যামনগরে স্ত্রী কর্তৃক তার স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের খাসালখালী গ্রাম স্ত্রী খাদিজা ঘুমÍ অবস্ায় তার স্বামী হাসাইনকে জবাই করে হত্যা করে পালিয় যায়। নিহত হাসাইন মালি (৩০) ওই গ্রামের আব্দুল হামিদ মালির ছেলে ল।
পরিবারর বরাত দিয়, বুড়িগায়ালিনী ইউপি চয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহর জর রাত ঘুমÍ অবস্ায় ধারালা অস্ত্র দিয় স্ত্রী খাদিজা তার স্বামী হাসাইনক জবাই কর হত্যা কর। এরপর ভার ঘাতক খাদিজা স্ানীয় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড হত বিআরটিসি বাস যাগ খুলনা যাওয়ার সময় তার কথাবার্তা ও আচরণ অস্বাভাবিক মন হয়। একপর্যায় বাসর সুপারভাইজার তাক খুলনায় পছানার পর সখান বষম্যবিরাধী ছাত্র সমাজর কাছ তাক হস্তাÍর কর। ছাত্র সমাজর কাছ খাদিজা তার স্বামী হত্যার কথা স্বীকার কর। এরপর তারা তাক খুলনা হরিনটানা থানায় সাপর্দ কর।
শ্যামনগর উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডাঃ সনজিত দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, শ্যামনগর থানার কার্যক্রম চালু না থাকায় একজন উপ-পরিদর্শকর সহায়তায় ঘটনাস্ল থক নিহতর মরদহ উদ্ধার কর সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গ প্ররণ করা হয়ছ।

