সাতক্ষীরা প্রতিনিধিঃ মায়ের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ওহি সুলতানা(৭) নামে এক স্কুল ছাত্রীর প্রানহানী ঘটেছে। সোমবার (২১ আগস্ট) বেলা ১১ টার দিকে সাতক্ষীরা-ভোমরা স্থল বন্দর সড়কের মাহমুদপুর বাজারের সন্নিকটে দুর্ঘটনাটি ঘটে। নিহত ওহি সুলতানা একই এলাকার মিতুল সরদারের মেয়ে ও মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী প্রত্যাক্ষদর্শীরা জানান, স্কুল ছুটিরপরে তার মায়ের সাথে ভ্যানযোগে বাড়ি ফিরছিল ওহি । পথিমথ্যে মাহমুদপুর বাজারে পৌঁছালে সাতক্ষীরা থেকে ভোমরাগামী মালবাহী ট্রাক ভ্যানটাকে ধাক্কা দেয়। এতে রাস্তার ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় ওহি। পরবর্তীতে চালক সহ ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, ঘাতক ট্রাক সহ তার চালককে জনতা আটক করেছে। বর্তমানে তারা পুলিশ হেপাজতে রয়েছে।
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রীর প্রাণহানী

Previous article
Next article
