শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় পৌর মেয়র চিশতির বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ

আরো খবর

 

সাতক্ষীরা প্রতিনিধি::

সাতক্ষীরা পৌরসভার মেয়রের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগের পর এবার নির্বাচনী হলফনামায মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে। পৌর আইন অনুযায়ী এসব অভিযোগে মেয়র পদে থাকার যোগ্যতা হারাতে পারেন তাসকিন আহমেদ চিশতি।

নির্বাচনী হলফনামায়় মিথ্যা তথ্য দেওয়ায় মেয়র চিশতির বিরুদ্ধে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নুরুল ইসলাম। তিনি শহরের রাজারবাগান এলাকার আব্দুল লতিফের ছেলে।

লিখিত অভিযোগে তিনি জানান, মেয়র তাসকিন আহমেদ নির্বাচনী হলফনামায়় শিক্ষাগত যোগ্যতা হিসেবে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে়র এলএলবি (অনার্স) সনদপত্র দাখিল করেছেন। অথচ ২০১৬ সালে দারুল ইহসানের সব সনদপত্র অবৈধ বলে ঘোষণা করে সরকার। হলফনামায় পেশা হিসেবে শিক্ষকতা, চিকিৎসা ও আইনি পরামর্শক হিসেবে উল্লেখ করেছেন। সেখান থেকে তিনি প্রতি বছর চার লক্ষ ৮০ হাজার টাকা আয় করেন। তবে, প্রকতপক্ষে তিনি শিক্ষকতা করেন না, আইনজীবীও নন আবার চিকিৎসকও নন।

সাতক্ষীরা আদালতের আইনজীবী এড. শাহেদুজ্জামান শাহেদ বলেন, মেয়র তাসকিন আহমেদ চিশতী আইনজীবী নন। আর আইনজীবীর না হলে কেউ আইনি পরামর্শ দিতে পারেন না। হলফনামায় তথ্য গোপন করে মিথ্যাচার করায় স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ১৯। (২) (ছ) এবং ৩ উপধারা অনুসারে তিনি মেয়র পদে অযোগ্য।

পৌর এলাকার কয়েকজন নাগরিক বলেন, দৃশ্যমান এসব বিষয়গুলো নির্বাচনী হলফনামায় যেভাবে গোপন করেছে বাকি তথ্য খতিয়ে দেখলে আরো অনেক কিছু হয়তো পাওয়া যাবে। মেয়র চিশতি তার শপথ ভঙ্গ করেছেন। আমরা তাকে অপসারণের পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়া দাবি জানাচ্ছি।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের সদ্য বিবাদী নির্বাচন কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, কেউ তথ্য গোপন করলে সেটি নিয়ে এখন নির্বাচন কমিশনের কিছু করার নেই। এটি নিয়ে কেউ বিক্ষুব্ধ হলে তিনি আদালতে মামলা করতে পারেন।

এর আগে সাতক্ষীরা পৌরসভার মেয়র বিএনপি নেতা তাসকিন আহমেদ চিশতি ভূয়া বিল ভাউচার করে পৌরসভার ৩ কোটির টাকা আত্মসাৎ করেন। ৭৬ লক্ষ ৫৬ হাজার ৯০২ টাকা বিধি বহির্ভুতভাবে পানির বিল মহকূফ, এক কোটি ৩৩ লক্ষ তিন হাজার ২২১ টাকা পৌর কর মহকূফ, বিগত ছয় বছরে নিজ দলীয় কর্মীদের পৌরসভা ফান্ড থেকে এক কোটি ৮ লক্ষ ৮৯ হাজার ৭৪৮ টাকা আর্থিক সাহায্যের নামে আত্মসাত করার ঘটনায় আলোচনায় আসে। এসব অভিযোগে গত ১৩ জানুয়ারি সাতক্ষীরা পৌরসভার ১১ জন কাউন্সিলর স্থানীয় সরকার মন্ত্রণালয় লিখিত অভিযোগ দাখিল করেছিলেন।

এসব অভিযোগের বিষয়ে পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতর সথে মোবাইলে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ