শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নিয়ে সাতক্ষীরায় শেখ আব্দুস সালাম (৫০) নামে এক রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বিত্তরা । মঙ্গলবার (২২ আগস্ট) রাতে সদর  উপজেলার থানাঘাটা এলাকার শেখপাড়ায় হত্যাকান্ডের  ঘটনাটি ঘটে।
নিহত আব্দুস সালাম একই এলাকার মৃত শেখ আবুল কাশেমের ছেলে। নিহতের ভগ্নিপতি মহসীন হোসেন বলেন, মঙ্গলবার রাত ৯ টার দিকে তার শ্যালক সালামকে মুঠো ফোনে বাড়ি থেকে কিছুদুরে ডেকে নিয়ে যায় অজ্ঞাত পরিচয়ের কিছুলোক । এরপর সে ঘটনাস্থলে মাত্র দূর্বিত্তরা তাকে কুপিয়ে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে  সালামের আত্মচিৎকারে এলাকাবাসী  তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। এরপরে রাত সাড়ে ১০টার দিকে  তার অবস্থার অবনতি দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।এসময় পথিমধ্যে  চুকনগর নামক স্থানে পৌঁছালে  মারা যান তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা  (ওসি) মহিদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ