ফারুক রহমান, সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া সীমান্ত বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ানের ৩৩ বিজিবি সদস্যরা এক বিশেষ অভিযান চালিয়ে আসামী ছাড়াই ১৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়নের ৩৩ বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপি’র এলাকাধীন সীমান্ত পিলার ৭/৫৪-এস হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়ার মাঠ নামক স্থানে ৩৩ বিজিবি’র টহলদল এক বিশেষ অভিযান চালিয়ে আসামী বিহীন ১৯টি স্বর্ণের বার উদ্দার করে। যার ওজন ১ কেজি ৯৭৬ গ্রাম। আনুমানিক মূল্য ১,৪৪,৩৯,৪০০/-(এক কোটি চুয়াাল্লিশ লক্ষ উনচল্লিশ হাজার চারশত) টাকা।
সাতক্ষীরা ব্যাটালিয়নের ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ পিএসসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

