শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

  সাতক্ষীরা বিএনপি নেতাকে কারাফটক থেকে আবার আটক

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি :নাশকতা মামলায় সাতক্ষীরা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রউফকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে জেলা কারাগারের সামনে থেকে তাকে আটক করা হয়।
বিএনপি নেতা আবদুর রউফ সাতক্ষীরার সদরের আলীপুর ইউপি চেয়ারম্যান। গত ৬ মে রাত ৯টার দিকে নাশকতা পরিকল্পনার অভিযোগে আলীপুর পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
এরই মধ্যে নাশকতার অভিযোগে ১৯ জুন তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আব্দুর রউফকে কারাগারের সামনে থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

আরো পড়ুন

সর্বশেষ