শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা সীমান্তে নারীসহ তিনজন আটক

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:অবধভাব ভারত যাওয়ার সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে এক নারীসহ তিন বাংলাদেশী নাগরিকক আটক করেছে বিজিবির সদস্যরা। বরিবার রাত সাড় ১১টার সময় সদর উপজলার  ছয়ঘরিয়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককতরা হলন, সাতক্ষীরা সদর উপজলার বাকাল এলাকার রতন ঘোষের কন্যা তৃপ্তি বিশ্বাস (২০), একই এলাকার হারান বিশ্বাসর ছেলে বাবলা বিশ্বাস (১১) ও বাগেরহাট জেলার মাড়েলগঞ্জ উপজলার উপন চদ্র দাসর ছল সুজন কুমার দাস (৩৮)।

সামবার সকাল বিজিবি সাতক্ষীরাস্ ৩৩ ব্যাটালিয়নর অধিনায়ক ল. কর্ণেল মো: আশরাফুল হক বিষয়টি নিশ্চিত কর জানান, অবধভাব ভারত যাওয়ার উদ্দশ্য সাতক্ষীরার ছয়ঘরিয়া সীমান্ত এলাকায় কয়কজন অপেক্ষা করছে এমন গোপন সংবাদর ভিত্তিতে কালিয়ানী বিওপির বিজিবি সদস্যরা সখান কশল অভিযান চালায়। এসময় সেখান থেকে এক নারীসহ ওই তিন বাংলাদশী নাগরিককে আটক করা হয়। তিনি আরা জানান, আটককতদর বিরুদ্ধ মামলা দিয় সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়ছ।

আরো পড়ুন

সর্বশেষ