শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা। সাতক্ষীরা ৪ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুদা খানম মেধার উপর দূর্বৃত্তরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন তিনি। এই বিষয়ে শেখ মাসুদা খানম মেধা দৈনিক প্রজন্ম একাত্তরের প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,রাতে এমআর স্লিপার কোচে শ্যামনগর থেকে ঢাকা শ্যামলীতে নামার পরে প্রাইভেট গাড়িতে উঠার পরে ১০০ গজ অতিক্রম করার মধ্যেই আক্রমনের শিকার হয়েছি, ইটের আঘাতে গাড়ীর গ্লাস দুমড়ে মুচড়ে যায়। আমি ড্রাইভারকে গাড়ী থামাতে বললে ড্রাইভার গাড়ি থামালে অপরাধীকে খুজে পাওয়া যায়নি,আল্লাহর অশেষ রহমতে আমার কিছু হয়নি কিন্তু ড্রাইভারের হাত কাচের গুড়ায় কিছুটা আঘাত পেয়েছে,আমার মনে হচ্ছে আমাকে টার্গেট করে আক্রমন করেছে।
আমি প্রতিহিংসার শিকার হতে যাচ্ছি,আমাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে,সবাইকে আমার পাশে চাই, আমি আমার দলের জন্য শুধু ত্যাগ করেছি কোনোদিন দলকে নিজের স্বার্থে ব্যবহার করিনি। সাধ্যমত সবার পাশে থেকেছি, কারো জন্য কিছু করে বিনিময় নেইনি, আমার জনপ্রিয়তা আমার জীবনের জন্য হুমকি হয়েছে।

