রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা ৫৮লক্ষ টাকার স্বর্ণের বার সহ আটক-১

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ ভারতে পাচারকালে  সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তবর্তী এলাকা
থেকে ৫৮ লক্ষ টাকা মূল্যর ৬টি স্বর্ণের বারসহ ম ফারুক হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে  তাকে আটক করা হয়। আটককৃত ফারুক হোসেন সাতক্ষীরার জেলার  কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। সাতক্ষীরা বিজিবি  অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, কাকডাঙ্গাসীমান্ত এলাকার দিয়ে ভারতে সোনাপাচার হচ্ছে এমন গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়।এসময় ফারুক হোসেনকে আটক করা হয় পরে তার ভ্যানগাড়ি তল্লাশী করে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয় ।
জব্দকৃত স্বর্নের বার গুলোর  ওজন  ৭০১ গ্রাম ৫১০ মিলি গ্রাম। যার অনুমান  মূল্য প্রায় ৫৮ লক্ষ টাকার মত। তিনি আরো  জানান, এঘটনায়   ফারুক হোসেনকে কলারোয়া থানায় হস্তান্তর করে একটি মামলা দ্বায়ের করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা

আরো পড়ুন

সর্বশেষ