কেশবপর প্রতিনিধি: আগামী ৫ জানুয়ারী ২০২২ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সামছুন্নাহার লিলির বিজয় নিশ্চিত করতে সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির আয়োজনে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সাতবাড়িয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির আহবায়ক জিএম হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক কানাই লাল ভট্টাচার্য এর সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন,কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সামছুন্নাহার লিলি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা জেলা ছাত্র লীগ নেতা ও উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ম আহবায়ক আব্দুল্যাহ আল মাহফুজ প্রমুখ।#
সাতবাড়িয়া ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত করতে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

