শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাধারণ মানুষের কাতার থেকে জননেতা হয়ে উঠেছিলেন আলী রেজা রাজু -আলোচনা সভায় নেতৃবৃন্দ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর ৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আওয়ামী লীগ নেতা আলী রেজা রাজুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে আব্দুর রাজ্জাক কলেজের সাবেক অধ্যক্ষ সুলতান আহমদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আলী রেজা রাজুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংসদ সদস্য,ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক,শাহীন চাকলাদার, চিত্র নায়ক ফেরদৌস আহমেদ, আশিক ইরফান খান,স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্যা।

নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের সাথে ছিল আলী রেজা রাজুর নিবিড় সম্পর্ক। মানবতার সেবাছিল তাঁর মূল লক্ষ। তিনি কর্তব্য নিষ্ঠায় সাধারণ মানুষের কাতার থেকে জননেতা হয়ে উঠেছিলেন। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তিনি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ