শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাবেক এমপি আলী রেজা রাজুর মৃত্যুবার্ষিকী আজ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিক আলী রেজা রাজুর আজ (১৫ জুলাই) ৯ম মৃত্যুবার্ষিকী। ২০১৬ সালের এই দিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আলী রেজা রাজু দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তিনি ষাট দশকে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতিতে আসেন। তিনি যশোর পৌরসভার চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যশোর-৩ আসনের (সদর) সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। যশোর জেলা বিএনপির সভাপতি হিসেবেও তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং এ বছর সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

আলী রেজা রাজুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে তার কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনা দোয়া চেয়েছেন যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল।

আরো পড়ুন

সর্বশেষ