শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

 সাবেক এমপি শাহিন চাকলাদারসহ ৪ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:যশোর-৬ আসনের সাবেক এমপি  শাহিন চাকলাদার ও তার পিএ আলমগীর সিদ্দিকী টিটুসহ  ৪ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে ‌। কেশবপুর উপজেলার একটি কলেজ ও একটি স্কুলে নানা সুবিধা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে ৮৪ লাখ ৪৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে মামলায়।

কেশবপুরের হিজলডাঙ্গাস্ত শহীদ লে: মাসুদ মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ মশিয়ার রহমান মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেছেন। বিচারক অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী তাহমিদ আকাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে শাহীন চাকলাদার কেশবপুরের এমপি থাকাকালীন শহীদ ফ্লাইট মাসুদ মেমোরিয়াল কলেজের কৃষি ডিপ্লোমা বিভাগের বেতনের এমপিও ভুক্ত এবং বগা রেজা- কাঠি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয় এমপি ভুক্ত করার জন্য বিভিন্ন সময়ে প্রায় এক কোটি টাকা গ্রহণ করেন।কিন্তু কলেজ এবং স্কুল এমপিও ভুক্ত  না করে টাকা গুলো আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন আদালতে।

 

আরো পড়ুন

সর্বশেষ