শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

 সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যশোরে নাগরিক সমাজের মানববন্ধন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ ও বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।

 

সোমবার বেলা ১টায় প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন,দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা বাড়ছে। নারী ও শিশুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

 

 

মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক রাশেদ খান,বাংদেশের কমিউনিস্ট পার্টির জেলার সভাপতি মিজানুর রহমান মজনু নাগরিক সমাজের সভাপতি হাবিবা শেফাসহ অন্যান্যরা।

আরো পড়ুন

সর্বশেষ