শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাম্প্রদায়িক অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে- শাহীন চাকলাদার এমপি

আরো খবর

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরের সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষে ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। দূর্গা পূজায় বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র রফিুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য হিন্দ্র ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সরকার, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, আনসার ও ভিডিপি কর্মকর্তা দেবাশীষ দাস প্রমুখ। সভা শেষে প্রধানমন্ত্রী ও এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে অনুদান হিসেবে প্রায় ২২ হাজার টাকা করে প্রতিটা মন্দিরের সভাপতি-সম্পাদকের হাতে তুলে দেন অতিথিরা। এবছর উপজেলার ৯২ টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ