যশোর প্রতিনিধি
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী এবং তাদের মদদ দাতারাও ছাড় পাবে না। তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। যশোরের মণিরামপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দ্বিতল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র মাহমুদুল হাসান ও জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ বক্তব্য রাখেন। প্রায় ৪০ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।
