মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করতে হবে- নাড়াইলে ডিআইজি মহিদ উদ্দিন

আরো খবর

নড়াইল প্রতিনিধি: শনিবার জেলা পুলিশের আয়োজনে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সকল অংশীজনদের সাথে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড.খঃ মহিদ উদ্দীন বিপিএম (বার) ডিআইজি। অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি মোঃ নজরুল ইসলাম, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র সৈয়দ মশিউর রহমান, জেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডুসহ স্থানীয় আওয়ামী লীগ ও সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করতে অনুরোধ জানান বক্তারা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ