নিজস্ব প্রতিবেদক:
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সাথে যশোরে দুটি মহাসড়ক ভার্চুয়ালি উদ্বোধন করেন। প্রায় ৩৬৫ কোটি টাকা ব্যয়ে মহাসড়ক দুটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদফতর। সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যলয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ।
সারাদেশের সাথে যশোরে দুটি মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

