শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সিলেটে তালাবদ্ধ ঘরে স্বামী-স্ত্রীর লাশ পাশে কাঁদছিল শিশুসন্তান

আরো খবর

একাত্তর ডেস্ক: সিলেটের পাঠানটুলা এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১ টায় খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ পল্লবী আবাসিক এলাকার ২৫-সি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে।
পুলিশের ধারণা- তারা দুজন আত্মহত্যা করেছেন। তবে- রুমের ভেতরে জীবিত অবস্থায় তাদের শিশু সন্তানকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়- পল্লবী আবাসিক এলাকার ওই বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন সুনামগঞ্জের সদর উপজেলার ফন্দিয়া গ্রামের শিপা তালুকদার ও তার স্বামী রিপন দাস। রোববার সকালে তাদের দরজা বন্ধ অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ভেতর থেকে একটি শিশুর কান্নার আওয়াজ আসছিলো। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠিয়েছে। পারিবারিক কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করেন তিনি।

এদিকে- আত্মহত্যা করার আগে একটি চিরকুট লিখে গেছেন শিপা তালুকদার। তার রেখে যাওয়া সন্তানকে দেখভাল করার জন্য স্বজনদের কাছে আকুতি জানিয়ে গেছেন তিনি।

আরো পড়ুন

সর্বশেষ