নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করে যশোরে মোমবাতি প্রজ্বালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে কেন্দ্রীয় শহিদমিনারে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু।
বক্তারা বলেন, এ ভয়াবহ অগ্নিকান্ডের জন্য যারা দায়ী তাদের দ্রুততার সাথে চিহ্নিত করে শাস্তি দিতে হবে; তা না হলে এই মানুষ হত্যার ঘটনা ঘটতেই থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি দীপংকর দাস রতন ও ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাবেক সভাপতি হারুন অর রশীদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তার, জেলা উদীচীর সম্পাদক সাজ্জাদুল আলম খান বিপ্লব, সুরবিতান সংগীত একাডেমির সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস, স্পন্দনের শরিফুল ইসলাম, সপ্তসুরের রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

