রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

সীমান্তে নিহতের লাশ এখনও ফেরৎ পাইনি বিজিবি

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:দীঘ ৩৮ ঘন্টা অতিবাহিত হলেও নিহত বিজিবির লাশ ফেরত দেয়নি বিএসএফ।তবে লাশ ফেরত আনতে ভারতের বিএসএফসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ চলছে বলে জানান যশোর ৪৯বিজিবি অধিনায়ক লে: কর্নেল জামিল আহম্মেদ। আজ মঙ্গলবার রাতে লাশ হস্তান্তরের সম্ভাবনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে  বিএসএফের  গুলিতে নিহতের ঘটনার পর সীমান্তে সর্তকতা মুলক ব্যবস্থা গ্রঞন করা হয়েছে। বেনাপোল সীমান্তের বিভিন্ন বিজিবি চৌকি সরিয়ে  নতুন বিজিবিকে পোষ্টে নিযোজিত করা হয়েছে। সোমবার বিকালে বিজিবি বিএসএফ ফ্লাগ মিটিং করেছে।লাশ ফেরতের ব্যাপারে বিএসএফকে লিখিত চিঠি দিয়েছে।নিহতের ব্যাপারে জবাব চাওয়া হয়েছে বলে জানায় বিজিবি।

সীমান্তে বিজিবি নিহতের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি আজমল আলী বলেন সীমান্তে কমেছে চোরাকারবারী।তবে কুয়াশার কারনে গরু চোরাচালানীদের ধরতে বিজিবি বিএসএফে সদস্যের মধ্যে ঘটে সংঘষ।গুলিবৃদ্ধ হয় বিজিবি।গুলির শব্দ শুনেছেন তারা|

ভারতের বনগাঁ মহাকুমার সুটিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু প্রবেশকে  কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সোমবার ভোররাতে রইস উদ্দিন নামে এক বিজিবি সিপাহীর মৃত্যু হয়েছে।রইস উদ্দীনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

সুত্র জানায়. ভারতের সুটিয়া ও বাংলাদেশের ধান্যখোলা সীমান্ত এলাকা দিয়ে ভোরে চোরাকারবারিরা গরু আনছিল।বিষয়টি টের পেয়ে বিএসএফ চোরকারবারিদের ধাওয়া করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে।এ সময় বিজিবি সদস্য সিপাহী রইস উদ্দীন বিএসএফ সদস্যদের দেখে সামনে এগিয়ে যান। ঘটনার সময় রইস উদ্দীন সাদা পোশাকে ছিলেন।

বিএসএফ সদস্যরা রইস উদ্দীনকে গুলি করে আহত করে।এরপর বিএসএফ আহত বিজিবি সদস্যকে ভারত সীমান্তের ভেতরে নিয়ে যাওয়া হয়।ভারতের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রইস উদ্দীনের মৃত্যু হয় ।

ঘটনাস্থল জোলেপাড়া ক্যাম্প পরিদর্শন করেছেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিওয়ন কমান্ডার ও যশোর ব্যাটালিয়নের সিইও লে. কর্নেল জামিল।মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

আরো পড়ুন

সর্বশেষ