শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সুন্দরবনের অভয়ারণ্য থেকে চার জেলে আটক

আরো খবর

মোঃ আলফাত হোসেন (শ্যামনগর) সাতক্ষীরা:
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়রন্য এলাকায় অবৈধভাবে মাছ  কাকড়া করার অপরাধে চার জেলে কে আটক করেছে বন বিভাগ। আটককৃত ইতিমধ্যে রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
বনবিভাগ সুত্রে, শনিবার  বুড়িগোয়ালিনী স্টেশনের পুষ্পকাটি অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর  উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের সামসুর রহমান গাজীর ছেলে আহমাদ আলী গাজী (৫০), সেন্টাল কালিনগর গ্রামের মোসলেম উদ্দিন বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর হায়দার (৫৩), মৃত মোন্তেজ আলী গাজীর ছেলে আতহার আলী (৪৫) ও দক্ষিণ কদমতলা গ্রামের মোঃ ইসমাইল গাজীর ছেলে আব্দুল করিম (৩৮)।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সুন্দরবনের স্মার্ট টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পুষ্পকাটি অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে চার জেলেকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে দুটি নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
তবে একাধিক জেলে সুত্রে জানা গেছে, পুষ্পকাঠী,নটাবেকী কয়েকটি অভয়রন্য এলাকায় বনবিভাগের ওই এলাকার দ্বায়িত্বশীল কিছু কর্মচারী তারা টাকার বিনিময়ে গোন চুক্তিতে নিষিদ্ধ এলাকায় মাছ কাকড়া ধরার সুযোগ করে দিচ্ছে। মাঝে মধ্যে জেলে চুক্তির টাকা পরিশোধে গড়িমসি করলে আটক করা হয়।
এদিকে, দায়িত্বশীল একটি সূত্র জানায়, পুষ্পকাটি টহল ফাঁড়ির সদস্য আব্দুস সালাম ২০ হাজার টাকার চুক্তিতে তাদের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার ব্যবস্থা করে দেন। টাকা নিয়েও আটক করায় বিষয়টি প্রকাশ্যে আসে। এছাড়া বেশকিছু মাছসহ তাদের আটক করা হলেও পরে মাছগুলোর কোন হদিস মেলেনি।
এ বিষয়ে পুষ্পকাটি টহল ফাঁড়ির সদস্য আব্দুস সালাম টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এসব বিষয়ে আমি কিছু জানি না।

আরো পড়ুন

সর্বশেষ