অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করায় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে তিন জেলে আটক করেছে বন বিভাগ। আটককৃতরা হচ্ছে, ইসমাইল মোড়ল (৪৫), আসাদুল গাজী (৪১) ও আব্দুর রহমান (৩৭) নামে তিন জেলেকে বনকর্মীরা আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন ৪৬নং কম্পার্টমেন্ট সংলগ্ন আড়পাঙ্গাশিয়া নদীর বাটুলার ঠোটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের নিকট থেকে ৩০ কেজি কাঁকড়াসহ কাঁকড়া শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক তিন জেলে ইসমাইল মোড়ল (৪৫), আসাদুল গাজী (৪১) ও আব্দুর রহমান (৩৭) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাদনীমুখা গ্রামের মৃত দাউদ মোড়ল, হাশেম গাজী ও খোদাবক্স গাজীর ছেলে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক সত্যতা নিশ্চিত করে জানান বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে এসব জেলে সুন্দরবনে প্রবেশে করে। সিরাজ আলী বিশ্বাস, লিমন হোসেন গোলাম মোস্তফা ও আমিনুর রহমানের নেতৃত্বে টহলটিমের সদস্যরা তাদের তাদের আটক করে। বৈধ কাগজপত্র না থাকায় আদালতে প্রেরণ করা হয়েছে।

