শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সুন্দরবনে নদী থেকে হরিণের মাংসসহ শিকারী আটক

আরো খবর

মোঃ আলফাত হোসেন: সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বন রক্ষীরা অভিযান চালিয়ে ৪৮ কেজি হরিণের মাংসসহ দিদারুল ইসলাম (৩৫) নামে এক চোরা শিকারীকে আটক করেছে।
সোমবার  রাত ১১টার দিকে সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস পাচারের সময় খুলনার কয়রা উপজেলার ৪নং কয়রা সংলগ্ন শাকবাড়িয়া নদী থেকে তাকে আটক করা হয়। আটক দিদারুল ইসলাম কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের হামিদ গাজীর ছেলে।
কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, হরিণের মাংসসহ এক চোরা শিকারীকে আটক করা হয়েছে। তবে বনবিভাগের উপস্থিতি টের পেয়ে আরেক শিকারী, ১নং কয়রা গ্রামের মনিরুল ইসলাম নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ২টি নৌকা, ১১৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ও হরিণ শিকারের সরঞ্জাম জব্দ করা হয়।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শামীম রেজা মিঠু বলেন, এ ব্যাপারে ২ জনের নাম উল্লেখ করে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক হরিণের মাংস ও মাছ পচনশীল হওয়ায় আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।
এছাড়া আটক হরিণ শিকারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ